প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণের অনুরোধ জানিয়ে ঠাকুরগাঁওয়ে রোববার (২৯ নভেম্বর) সকালে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপি মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি নবেল ইসলাম শাহ এর সভাপতিত্ত্বে এ সময় বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আরএসডিও প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ইকলিমা খাতুন মিনা, প্রেস ক্লাবের সভাপতি মুনসুর আলী সহ অন্যান্যরা। মানববন্ধনে জেলার প্রায় ২০ টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকা উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক নেতারা তাদের বক্তব্যে ১১ দফা দাবি তুলে ধরেন-
১। প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান।
২। স্বীকৃতির তারিখ হতে শতভাব বেতন ভাতা ও সকল সুবিধাদি প্রদান নিশ্চিত করণ।
৩। সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান।
৪। সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করণ।
৫। প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী উপযোগী স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করণ।
৬। সকল বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষা উপরকরণ শতভাব নিশ্চিত করণ।
৭। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ নিয়মিত মনিটরিং নিশ্চিত করণ।
৮। শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নমূলক ট্রেনিং সহ সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করণ।
৯। শতভাগ বিদ্যালয় আধুনিক প্রতিবন্ধী বন্ধব ভবর নির্মাণ নিশ্চিত করণ।
১০ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহে আধুনিক থেরাপী সরঞ্জাম সরবরাহ সহ থেরাপী সেন্টার চালুকরণ।
১১। ছাত্র/ছাত্রীদের শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা প্রদান।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।