আক্রান্ত
০
চুল কাটার পর পরিবারের দেখা পেয়েছেন এক ভবঘুরে। প্রায় এক দশক রাস্তায় কাটানোর পর তার মা ও বোনের কাছে ফিরে গেছেন তিনি।
হোয়াও কোহেলহো গিমারায়েসম নামের ওই ভবঘুরে ব্রাজিলের বাসিন্দা। চুল কাটার আগের ও পরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে চিনতে পারে তার পরিবার।এক দশক গিমারায়েসের কোনো খোঁজ না পেয়ে তার মা ও বোন ধরেই নিয়েছিলেন, তিনি আর বেঁচে নেই। কিন্তু ওই ছবি ভাইরাল হলে তারা তাকে চিনতে পারেন। ১৭ ডিসেম্বর আরেক শহর থেকে তার কাছে ছুটে আসেন তারা।
স্থানীয় এক মেন’স ফ্যাশন স্টোর ও বারবার সার্ভিসের মালিক আলেসান্দ্রো লোবো ওই লোকের চুল কাটার আগের ও পরের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। নিজের দোকানে শুধু চুল কাটাই নয়, গিমারায়েসকে নতুন পোশাকও কিনে দেন লোবো।