বাংলার আলো ডেস্কঃ এবার সিলেটে এক চিকিৎসক দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল সোমবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এদের মধ্যে স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী সিলেটে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার তাদের ল্যাবে সিলেট বিভাগের চার জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার দুজন রয়েছেন।
গত ২২ এপ্রিল সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক ও শহীদ শাসসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টোর কিপার করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এছাড়া জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক স্টোর কিপার করোনায় আক্রান্ত হয়েছেন। এদের পর এবার চিকিৎসক দম্পতি শনাক্ত হলেন।
গত ৫ এপ্রিল ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন করোনায় আক্রান্তে শনাক্ত হন। সিলেট বিভাগে শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত ছিলেন তিনি। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
সিলেট বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ১০১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে এক চিকিৎসকসহ চারজন মারা গেছেন।