নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার (১২ ডিসেম্বর) রাতে অভিযুক্ত মো. হারুনুর রশিদকে (৩৮) গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ।রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হারুন উপজেলার উত্তর সাহাপুর গ্রামের বারিক মাস্টারের ছেলে ও স্থানীয় একটি চা দোকানের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কয়েক দিন আগে মায়ের সঙ্গে বেরাতে নানার বাড়ি আসে এবং শনিবার দুপুরে শিশুটি হারুনের দোকানে সিঙ্গারা কিনতে গেলে সেখানে সে যৌন নির্যাতনের শিকার হয়।
এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে শিশুটির মা ৯৯৯ এ কল করে অভিযোগ জানালে পুলিশ বিকেলে হারুনকে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগীর মা মামলা করার পর অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।