জাহিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অপবাদ নিয়ে দুই শিশুকে নির্মমভাবে মধ্যযুগী কায়দায় হাত-পা বেঁধে মারপিট করা মামলায় অভিযুক্তদের দুই জনকে আটক করে কোর্ট এ সোর্পদ করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
রোববার (১৪ জুন) বিকাল সাড়ে ৬ টার দিকে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন জানান, গত ৫ জুন সুমনের মা শরিফা খাতুন পীরগঞ্জ থানায় মোবাইল চুরির অপবাদ নিয়ে দুই শিশুকে নির্মমভাবে মধ্যযুগী কায়দায় হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ করলে আমরা তদন্ত কার্যচালিয়ে যাই। এর প্রেক্ষিতে এপর্যন্ত অভিযুক্ত জিয়াবুল ইসলাম ও ইউপি সদস্য জাহিরুল ইসলামকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এসময় তিনি শিশুদের হাত-পা বেঁধে মারপিট করার ঘটনাকে ঘৃণিত বলে আখ্যায়িত করেন। এছাড়াও তিনি আরও জানান, বাকি আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে। এছাড়াও এর সাথে জড়িতদের কেও আইনের আওতায় আনা হবে ।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, ওসি ডিবি রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, ডিআইও(১) নাজমুল আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা বিভিন্ন সাংবাদিকরা।