আক্রান্ত
০
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আড়াই মাস পর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।শনিবার( ১৩ জুন) সকালে করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে জীবানুনাশক স্প্রেসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বলের মাধ্যমে আমদানি-রপ্তানির কাজ শুরু করে দু’দেশের ব্যবসায়ীরা।
সোনাহাট স্থলবন্দর সিন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল জানান, সম্পুর্ণ স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা পণ্য আমদানি-রপ্তানি চালু রাখবো। শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে এ বছরের ২৫শে মার্চ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ ও ভারতের ব্যাবসায়ীরা।