বাংলার আলো ডেস্ক : ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ভেসে গেছে সাতক্ষীরার উপকূলীয় বাঁধ। ধসে পড়েছে কাঁচা ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের। সবকিছু হারিয়ে উপকূলবাসীর এখন বেঁচে থাকার লড়াই। পরিবারকে আশ্রয়কেন্দ্রে রেখে স্বেচ্ছাশ্রমে উপকূলীয় বাঁধ রক্ষার কাজে নেমেছে এলাকাবাসী ।
আম্ফানের আঘাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়ন পুরোপুরি বিধ্বস্ত। গোটা ইউনিয়ন এখন পানির নিচে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কয়েক হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে উপকূলীয় বাঁধ নির্মাণ কাজে নেমেছেন। গাবুরা ইউনিয়নের লেবুগুনিয়া এলাকায় বাঁধ রক্ষায় কাজ করছেন এসব মানুষ। তবে বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো এখনও দেখা যায়নি।
লেবুগুনিয়া এলাকার ৮ বছর বয়সী রাসেল। ঈদের কোনো আনন্দ নেই তার। রাসেল বলে, ঈদের কোনো আনন্দ করতে পারলাম না। নৌকায় করে চলাফেরা করতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমাদের। আব্বু সকালে বাঁধ রক্ষার কাজে গেছেন।
একই গ্রামের মিজানুর রহমান জানান, লেবুগুনিয়া গ্রামের কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙে গোটা ইউনিয়ন প্লাবিত হয়েছে। এক কিলোমিটারেরও বেশি বাঁধ ভেঙে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে উঁচু জায়গায় আশ্রয়কেন্দ্রে রয়েছেন। কোনো খাদ্য সামগ্রী এখনও পাননি। বাড়িতে খাবারও নেই। খুব কষ্টে আছেন।
তিনি বলেন, আমাদের ত্রাণের প্রয়োজন নেই। বার বার আমরা বলেছি, ত্রাণ দিতে হবে না ভালো একটা বাঁধ করে দেন আমাদের। কেউ আজও দেয়নি।