আক্রান্ত
০
১৯ মাস আগে জন্ম নেয়া জমজ ভাইবোন একসঙ্গে পানিতে ডুবে মারা গেছেন। রোববার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জমজ ভাইবোন রাহিম আহমদ ও ফাইজা বেগম শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলেমেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ভাইবোন বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ির সামনে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে দুজনের লাশ ভেসে ওঠে।
মোগলাবাজার থানার ওসি মো. ছাহাবুল ইসলাম বলেন, গতকাল রাতেই ওই দুই শিশুর বাবা মোস্তাক আহমদ অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।