নেত্রকোনা সদর উপজেলায় নিজ বাড়ির শোবার ঘর থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) দুপুরে মদনপুর ইউনিয়নের কাংসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত শরিফা আক্তার কাংসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের প্রবাসী রিপন মিয়ার (৪২) স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত শরিফা আক্তারের স্বামী রিপন মিয়া গত তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তাদের মেয়ে সাদিয়া আক্তার (১৩) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেলে রিফাত মিয়া (৭) একটি মাদ্রাসায় লেখাপড়া করছে।
পুলিশ জানায়, বিয়ের কিছু দিন পর থেকেই বাবার বাড়ির পাশে বাড়ি বানিয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন শরিফা আক্তার। প্রতিদিনের মতো শুক্রবার (২০ আগস্ট) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায় মেয়ে সাদিয়া আক্তার। পরে স্থানীয়রা থানায় খবর দিলে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহের সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। বিভিন্ন আলামত সংগ্রহ করে দুপুর ১২টার দিকে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।’