আক্রান্ত
০
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি চাষের সময় পাওয়ার টিলারের নিচে পড়ে নাইম নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার ( দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউপির আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম উপজেলার মাহমুদপুর ইউপির আজমপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শিশু নাইমের বাবা শরিফুল ইসলাম পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় পাওয়ার টিলারের ওপরে বসে ছিল নাইম। এক পর্যায়ে নাইম পড়ে গেলে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।