জাহিদ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৮৭১টি কর্মহীন পরিবারের মাঝে সরকারি ত্রাণের খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও এলাকায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ কর্মহীন মানুষদের মাঝে সরকারি ত্রাণের খাবার বিতরণ করেন।
কর্মহীন ১ হাজার ৮৭১টি পরিবারের মধ্যে জেপি স্কুল প্রাঙ্গণে ২২৫টি পরিবারের মাঝে খাবার বিতরণ করেন নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এবং গতকাল খবর পেয়ে তিনি আজকেই কর্মহীন বেগুনবাড়ির ২০০, গড়েয়ার ২৩৫, জগন্নাথপুরের ২১০, রহিমানপুরের ২৩৪, রায়পুরের ২০০, জামালপুরের ২০০, রাজাগাঁওয়ে ২০০ ও দেবিপুর গুচ্ছগ্রামে ১০২, এছাড়া অন্যান্য আরও ৬৫টি পরিবার, মোট ১৮৭১টি পরিবারের মাঝে ত্রাণের খাবার বিতরণ করেন।
এসময় সদর উপজেলার নির্বাহী অফিসারসহ এসব এলাকা ও ইউনিয়নে ত্রাণের খাবার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) বহ্নি শিখা আশা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা স্যামিয়েল মার্ডি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা অফিসার।