বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবাষিকী রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩ টায় ব্র্যাক জেলা অফিসে অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে স্থানীয় ভাবে স্মরক সভার আয়োজন করা হয়।
“আমার চোখে আবেদন ভাই ” শিরোনামে একটি অপেন ফোরামে কর্মীরা তাদের চোখে স্যার ফজলে হাসান আবেদের জীবন দূর্শন ও মূল্যাবোধ তুলে ধরেন। অনেক কর্মী স্যার আবেদের সঙ্গে তাদের ব্যক্তিগত স্মৃতি ও অনুভুতি তুলে ধরেন। এছাড়াও তার বর্নাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে বিভিন্ন প্রামাণ্য চিত্রও স্মরণসভায় প্রদর্শন করা হয়।
সবশেষ বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন নাজমুল হক, ব্র্যাক জেল সমন্বয়ক, অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকিয়া মশিউর , এসময় আলোচনায় অংশ নেন মোস্তাফিজুর রহমান, আর,এম, মাইক্রো ফাইনেন্সে, বেগম সুফিয়া ডিএম, কামরুজ্জামান ,আর এম, আল্ট্রাপর গ্রাজুয়েশন কর্মসূচি প্রমুখ।