স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সদর উপজেলার চারজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মসজিদে ১২টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এডিবি’র অর্থায়নে এসব বিতরণ করা হয়।
এসময় ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, জেলা মহিলালীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালাসহ সংশ্লিষ্ট বিদ্যালয় ও প্রতিবন্ধী স্কুলের পরিচালক এবং মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো জানান, এডিবি’র অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এছাড়াও সদর উপজেলা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মসজিদে ১২টি সিলিং ফ্যান প্রদান করা হয়। পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।