আসছে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লায় ভোটের প্রচার করতে ব্যস্ত এখন তিনি। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা।
তিনি জানান, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ঠাকুরগাঁও পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, মৌলিক সমস্যা সহ নানান সমস্যা সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী পৌর শহরের ১, ৭ ও ১০ নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী গণসংযোগ করেছেন শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ১, ৭ ও ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ দলীয় নেতাকর্মীবৃন্দ।