আক্রান্ত
০
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ধর্মগড় ইউনিয়নের ভোমরাহাট ব্রিজ এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু বরণ করে এই দুই কিশোর। মৃতরা হলো- ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামের আনারুলের ছেলে রুবেল (১২) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেন(১৪)।
স্থানীয়রা জানায়, মৃত কিশোর দুজনসহ বেশ কয়েকজন ছেলে এই ব্রিজ ঘেষা পুকুরে গোসল করতে আসে। এ সময় তারা ব্রিজ থেকে লাফিয়ে লাফিয়ে পুকুরে ঝাঁপ দেয়ার এক পর্যায়ে দুই কিশোর নিখোজ হয়। দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজি করার পরেও ছেলে দুটির খোঁজ না পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল মান্নান পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।