আক্রান্ত
০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুস্ট উগ্র মৌলবাদ ও ধমান্ধ গোষ্ঠী কর্তৃক বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামাল সুনাম সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তিকর ও কটুকথা বলছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।