ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম শিহিরপুরের হিন্দু বর্মন গোত্রের এক কিশোরীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করায় এক যুবককে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যামণ আদালত।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান কিশোরীকে উত্ত্যক্ত করার বিষয়টি সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে, তিনি তাৎক্ষণিকভাবে পুলিস ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যামণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাবাড়ীর সাত্তারউদ্দিন (৩০) ঠাকুরগাঁও সদর উপজেলার শিহিরপুরের হিন্দু বর্মন গোত্রের এক কিশোরীকে দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে উত্ত্যক্ত (ইভটিজিং) করে আসছিল। আজকে সে কিশোরীর বাড়ির সামনে এসে কিশোরীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করলে কিশোরীর পিতাসহ স্থানীয়রা তাকে আটক করে।
পরে আমি খবর পেয়ে সেখানে গেলে, সাত্তার উদ্দিনকিশোরীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করা কথা স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ০৭ সেপ্টেম্বর সোমবারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে এক নার্সকে উত্ত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার।