ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় দিনাজপুর পিসিআর ল্যাব এর নমুনা পরীক্ষায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। তবে এসময়ের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাসা ফিরলেন ১৫১ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২৫ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২জন।
রবিবার (৫ জুলাই) রাতে দৈনিক ঠাকুরগাঁওয়ের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়নি। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২২৫ জন, যাদের মধ্যে আজ নতুন করে চারজনসহ এপর্যন্ত ১৫১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
এছাড়াও তিনি প্রাণসংহারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঠাকুরগাঁওবাসিকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।