জামালপুর শহরে মোসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে পৌরসভার নয়াপাড়া এলাকার নিহতের বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী রুবেল মিয়া (৩৫)। রুবেল মিয়া মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি রুবেল মিয়া প্রায় দুই বছর আগে বিয়ে করে মোসলিমা আক্তারকে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসাবে থাকতে শুরু করেন রুবেল।
মোসলিমার এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোররাতে মোসলিমাকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যান রুবেল।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।