খুব শীঘ্রই আসছে ডিআইজি হাবিবুর রহমানের মূল ভাবনায় জি.এম সৈকত পরিচালনায় ‘ক্রাইম বাংলা’
ডিআইজি হাবিবুর রহমানের মূল ভাবনায় জি.এম সৈকতের গোয়েন্দা ভিত্তিক নাটকঃ-ক্রাইম বাংলা!
ডিআইজি হাবিবুর রহমানের মূল ভাবনায়, আলাউদ্দিন মাজিদের রচনা এবং জি.এম সৈকতের পরিচালনায় নাগরিক টেলিভিশনে আসছে গোয়েন্দা ভিত্তিক ধারাবাহিক নাটকঃ-ক্রাইম বাংলা!
গত (৫ অক্টোবর) সোমবার কেক কেটে শুভ সূচনা করা হয়! এসময় উপস্থিত ছিলেন ডিআইজি হাবিবুর রহমান, এ্যাডিশনাল ডিআইজি জিহাদুল কবীর, ডিসি মাছুম ভূইয়া, ওসি ফরহাদ, অভিনেত্রী অপ্সরা সুহী প্রমুখ!
নাটকটি নির্মাণ করছে প্রকৃতি টেলিমিডিয়া!
জিএম সৈকত এর পরিচালনায় অনেক জনপ্রিয় নাটক প্রচারিত হয়েছে, এছাড়াও তিনি মানবতার সেবায় তার সংগঠন নিয়ে সব সময় অসহায় মানুষ এর পাশে দাড়ান, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক শিল্পীদের তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এর নিকট থেকে সহযোগীতা নিয়ে দিয়েছেন,