কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীদের মারপিটে বিজিবি সদস্য চাঁদ মিয়া আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগারচর গ্রামে।
জানা গেছে,শুক্রবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগারচর গ্রামে মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহ করতে যান বিজিবি’র গোয়েন্দা সদস্য চাদঁ মিয়া।এসময় তাকে একা পেয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে মাদক ব্যবসায়ীরা।এ ঘটনায় রৌমারী থানায় ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।
মামলার আসামীরা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগারচর গ্রামের আব্দুল আলীম ডন(৩২), আল মহাম্মাদ(৩০), আনোয়ার হোসেন(২৮), আক্কাস আলী(২২), রিফাত মিয়া(১৮) ও নিরব (১৬)।এবং আরো একজন।
জামালপুর সেক্টর কমান্ডার লেঃ কর্নেল, এস,এম, আজাদ জানান, বিজিবি সদস্যকে পরিকল্পিতভাবে লাঞ্চিত করেছে, এ ঘটনায় রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে শনিবার(১৩ জুন) বিকেলে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম বলেন,আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।