কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
পুলিশ সুপার বলেন- সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদে এবার ঈদ উল ফিতরের নামাজ আদায় করা ও ঈদের নামাজ শেষে কোলাকুলি,হ্যান্ডসেপ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।বেঁচে থাকলে আবারও ঈদ আনন্দ করতে পারবো।আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
উল্লেখ্য, ইতিমধ্যে পুলিশ সুপারের উদ্যোগে কুড়িগ্রামের প্রতিটি থানায় কর্মহীন হয়ে পড়া অসহায়,বিধবা,ক্যাবল নেটওয়ার্ক কর্মী,হরিজন সম্প্রদায় ও বয়স্ক এবং তৃতীয় লিঙ্গ মানুষদের মাঝে একাধিকবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।