আক্রান্ত
০
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, উন্নতও সমৃদ্ধি দেশ গড়তে প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার। অর্থনীতি সচল রাখতে প্রণোদনাসহ সব ধরনের ব্যবস্থা নয়ো হয়েছে।
সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, প্রশাসনিক সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।
৫ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন ১১৬ জন। আয়োজনের শুরুতেই ভালো ফল অর্জন করায় প্রধানমন্ত্রীর পক্ষে সনদ প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।