কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শশুর বাড়ী যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি স্থানে ঝড়ে নৌকাটি ডুবে গিয়ে দুইজন নিখোঁজ হয়।এ ঘটনায় শনিবার সকালে ডুবে যাওয়া স্থানের পাশে সুলতান মিয়া নামের একজনের মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়েছে।নিহত সুলতান বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের কাচুয়া শেখের ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল ঘটনার সত্যতা ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ জন যাত্রী নিয়ে মোল্লারহাট ঘাট থেকে একটি নৌকা ব্রহ্মপুত্র নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি পৌঁছিলে হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়।ওই নৌকায় সুলতান মিয়া (৪৪) তার স্ত্রী জোবেদা বেগম (২৯),কন্যা শিরিনা খাতুন (১৩)সহ পরিবারের ৬ সদস্য ছিলেন।নৌকা ডুবিতে ৮জন সাঁতার দিয়ে প্রাণে বাঁচলেও সুলতান মিয়া ও তার কন্যা শিরিনা খাতুন নিখোঁজ হয়।