আক্রান্ত
০
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পূর্বধলার কৃতি সন্তান মোখলেছুর রহমান খান ভাসানীকে পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অভিনন্দন। সোমবার (১৯ অক্টোবর ২০২০) রাতে প্রকাশিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন তিনি।
এর আগে তিনি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য, পূর্বধলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
পরিশ্রমী সাবেক এই ছাত্রনেতাকে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার শুভাকাঙ্খিরা।